• ‘আপনারা শিক্ষক, ভুলে যাচ্ছেন কেন?’, চাকরিহারাদের আন্দোলন নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের
    এই সময় | ২১ মে ২০২৫
  • বিকাশ ভবনের সামনে শিক্ষকদের টানা ধর্না চলছে। ইতিমধ্যেই বিকাশ ভবন চত্বরে তুমুল অশান্তির ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষককে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এই তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন দুই চাকরিহারা শিক্ষক। বুধবার তার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির। ৫০ থেকে ১০০ জন একসঙ্গে বসতে পারবেন বলে জানায় আদালত। একই সঙ্গে বিচারপতি জানান, ‘আপনারা শিক্ষক। এটা ভুলে যাচ্ছেন কেন?’

    এ দিন শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়, বিকাশ ভবনে যে ভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, তা সাংঘাতিক। ভিতরে অনেক কর্মী আটকে ছিলেন, এমনকী অন্তঃসত্ত্বা কর্মীকেও আটকে থাকতে হয়েছে। এ দিন শুনানিপর্বে বিচারপতির পর্যবেক্ষণ, ‘কেন ওখানে ৫০০ জন বসে আছেন। আজ থেকে ৫০ থেকে ১০০ জন একসঙ্গে বসতে পারবেন। তার বেশি নয়। আপনারা শিক্ষক, এটা ভুলে যাচ্ছেন কেন? আপনাদের শান্তিপূর্ণ অবস্থানে তো কোর্ট বাধা দিচ্ছে না। কিন্তু অন্যের সমস্যা না হয় সেটা আপনাদের নিশ্চিত করতে হবে। শিক্ষকদের হতাশা অস্বীকার করছি না। কোর্ট আপনাদের ব্যাপারে মানবিক। কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না। রাজ্যও আপনাদের ব্যাপারে মানবিক।’

    এ দিন রাজ্যের আইনজীবী সওয়াল করেন, ‘বিকাশ ভবনের উল্টোদিকে মেলা গ্রাউন্ডে বসুন। শুধু শিক্ষকদের সেখানে বসতে হবে, বাইরের কোনও লোক, কোনও রাজনৈতিক দলের সদস্যকে নয়।’ পাল্টা চাকরিহারাদের তরফে আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, বিকাশ ভবনের থেকে ওটা অনেক দূরে।’

    যদিও বিচারপতি জানান, মেলা গ্রাউন্ড থেকে বিকাশ ভবন দূরে নয়। সমস্যা সমাধান করতে পুলিশ ব্যবস্থা করবে। একই সঙ্গে তিনি বলেন, ‘দু’জনের অভিযোগের ক্ষেত্রে কেস ডায়েরি তলব করব। কাল সকালে কেস ডায়েরি হাজির করতে হবে পুলিশকে।’ একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, আগামিকাল পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পুলিশের সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে গিয়ে দেখা করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৪টেয় পরবর্তী শুনানি। এ দিন কোনও লিখিত নির্দেশ দেয়নি কোর্ট।

  • Link to this news (এই সময়)