• প্রচণ্ড গরমে স্বস্তি পেতে সমুদ্রস্নান, দিঘায় পর্যটকের প্রাণ নিয়ে টানাটানি
    এই সময় | ২১ মে ২০২৫
  • গরম থেকে রেহাই পেতে সমুদ্রস্নানে নেমে বিপত্তি। দিঘার সমুদ্রে ডুবে যাওয়ার হাত থেকে অল্পের জন্য বাঁচলেন এক পর্যটক। রোদ মাথায় নিয়েই স্বস্তি পেতে সমুদ্রের আরও গভীরে যাওয়ার চেষ্টা। আর তাতেই ঘটছে বিপত্তি। বুধবার সমুদ্রস্নানে নেমে তলিয়ে যাচ্ছিলেন এক পর্যটক। যদিও নুলিয়াদের তৎপরতায় বেঁচে যান তিনি। পরে পুলিশ গিয়েও পরিস্থিতি খতিয়ে দেখে।

    জানা গিয়েছে, ওই পর্যটকের নাম গৌর মাইতি। বয়স ৫০ বছর। তিনি দক্ষিণেশ্বরের বাসিন্দা। মঙ্গলবারই সপরিবারে যান দিঘায়। গরমের চোটে দীর্ঘক্ষণ সমুদ্রে থাকার প্রবণতা বেড়েছে। গৌরবাবুও পরিবার নিয়ে নেমেছিলেন জলে। বেখেয়ালে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যান তিনি। তখনই ঘটে বিপদ। ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। বিপদ বুঝেই নুলিয়ারা সঠিক সময়ে তাঁর কাছে পৌঁছে যান। গৌর মাইতিকে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় তাঁরা। আপাতত সুস্থ রয়েছেন তিনি বলে জানা গিয়েছে।

    সপ্তাহের মাঝেও দিঘায় পর্যটকদের ঠাসা ভিড়। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে দিনভর সমুদ্রস্নানের হিড়িক দেখা যাচ্ছে। কেউ কেউ ফাঁকা জায়গা পেতে এগিয়ে যাচ্ছেন গভীর সমুদ্রের দিকে। তাতেই ঘটছে বিপদ। এদিনের মতো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বার বার সতর্কও করে প্রশাসন।

  • Link to this news (এই সময়)