• ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা, গাছের ডাল ভেঙে আহত ১
    এই সময় | ২২ মে ২০২৫
  • ক্ষণিকের ঝড়। বুধবারের সেই ঝড়েই তছনছ হুগলির চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা। কোথাও গাছ ভেঙে পড়েছে রাস্তায়, কোথাও আবার গাছ পড়ে ভেঙেছে বাড়ির একাংশ। গাছ চাপা পড়ে আহত হন এক ব্যক্তি। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আরেক বাড়ির উপর ভেঙে পড়ে অশ্বত্থ গাছ। আটকে পড়েন ২ জন।

    এ দিন সন্ধ্যায় হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়। চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট, ষণ্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড় মসজিদ তলায় গাছ ভেঙে পড়ে। ষণ্ডেশ্বরতলায় বিদ্যুতের একাধিক খুঁটি উপরে আসে। সেই ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি। ওই দোকানের উপর ভেঙে পড়ে একটি বটগাছ। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

    স্থানীয় বাসিন্দা অরূপকুমার ধর জানান, তাঁর বাড়ির সামনে একটি বড় বটগাছ ছিল। এ দিনের দমকা হাওয়ায় তার একটি ডাল ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়ে যান এক ব্যক্তি। তাঁর পায়ে, পাঁজরে ও পিঠে গুরুতর আঘাত লেগেছে।

    অন্য দিকে চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ব্যান্ডেলের বড় মসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের উপর প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। দুই মহিলা ওই ঘরে ছিলেন। ঘরের মধ্যে আটকে পড়েন তাঁরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল। খবর দেওয়া হয় দমকলে। ঘরের জানলা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। দমকল আধিকারিক সৌমেন দাস জানান, গাছের ডাল পড়ে দুই মহিলা আটকে পড়েছিলেন। বিদ্যুতের তারের সঙ্গে গাছের ডাল জড়িয়ে গিয়েছিল। তবে দু’জনকে নিরাপদেই উদ্ধার করা গিয়েছে। এ দিকে এই দুর্যোগের কারণে চুঁচুড়া শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

  • Link to this news (এই সময়)