• ‘আমাকে ওঝার কাছেই নিয়ে চল...’, সাপে কাটার পরে অন্ধবিশ্বাসে মৃত্যু যুবকের
    এই সময় | ২২ মে ২০২৫
  • সাপের কামড়ে মৃত্যু হলো পূর্ব বর্ধমানের এক যুবকের। বলা ভালো, কুসংস্কারের বলি। সাপে কাটার পরে নিজেই বলেছিলেন ওঝার কাছে নিয়ে যেতে। সেটাই কাল হলো। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউসগ্রামের সোমাইপুর গ্রামের। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাড়িতেই ঘুমোচ্ছিলেন সোমাই মুর্মু (৩৩)। রাতের দিকে হাতে কিছু একটা কামড়েছে বলে তিনি বুঝতে পারেন। এর পর তাঁর কথাতেই পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যান। সারা রাত ধরে ওঝা তাঁর উপর তুকতাক করেন। পরে যখন সব শেষ তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি।

    পরিবার সূত্রের খবর, অবস্থার উন্নতি না হওয়ায় এক সময় ওঝাই সোমাইকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা সোমাইকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃতের দাদা শুকুর মুর্মু বলেন, ‘মঙ্গলবার রাতে ভাইয়ের বাঁ হাতে সাপে কামড়ায়। তারপর ভাইয়ের কথামতোই গাড়ি করে আমরা ওকে মঙ্গলকোট থানার গণপুর গ্রামে ওঝার কাছে নিয়ে যাই। সেখানে ওঝা বিভিন্ন গাছের শিকড় বেঁটে সোমাইকে খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু সোমাই এতটাই নিস্তেজ হয়ে পড়ছিল যে এ সব আর খেতে পারেনি। এর পর ওঝার কথামতো আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই।’

    সোমাইয়ের এক প্রতিবেশী গৌতম রায় বলেন, ‘প্রথমেই ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট হয়েছিল। সেটা না করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সোমাইকে বাঁচানো যেত।’ ভাইয়ের মৃত্যুর পর দাদার আক্ষেপ, ‘ওঝার বাড়ি না গিয়ে আজ যদি সোমাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে ভাইকে বাঁচানো যেত।’

  • Link to this news (এই সময়)