নদিয়ায় ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমে প্রশিক্ষণ শেষে নামী সংস্থায় চাকরি পেলেন ৭৯ জন। শুক্রবার রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ‘জব ফেয়ারে’-র আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল বারবিকিউ নেশন, এমএস মোটরস, লারসেন অ্যান্ড টুব্রোর মতো ১৮টি বড়, মাঝারি সংস্থা।
হাজির হয়েছিলেন ৫৮৭ জন চাকরিপ্রার্থী। বেশিরভাগই ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও ভিটিসি (কারিগরি শিক্ষা), পলিটেকনিক এবং আইটিআই-এর পড়ুয়ারাও ছিলেন। জানা গিয়েছে, ওই জব ফেয়ার থেকে ইতিমধ্যেই ৭৯ পড়ুয়া চাকরি পেয়েছেন। শর্টলিস্ট করা হয়েছে ১৩১ জনকে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার যুবক যুবতীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযোগী করে তোলাই ছিল টার্গেট। টাকাপয়সার অভাব বা অন্য কোনও কারণে অনেকেই কম বয়সে স্কুল ছাড়তে বাধ্য হন। তাঁদেরকেই বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযোগী করে তোলা হয় ‘উৎকর্ষ বাংলা'য়।
গাড়ি চালানো, সেলাই, টেলিভিশন মেরামত, বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত, বিউটিশিয়ান কোর্স-সহ বিভিন্ন ধরনের কোর্স শেখানো হয় এই প্রকল্পে। কোর্স শেষে দেওয়া হয় সার্টিফিকেটও।
চলতি বছরের ৮ জানুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে ‘ছাত্র সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। মমতা বলেছিলেন, ‘উৎকর্ষ বাংলায় ৪৭ লক্ষ ছেলেমেয়েকে ট্রেনিং দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চাকরি পেয়েছেন ১০ লক্ষ।’ কোনও সংস্থা চাইলে ‘উৎকর্ষ বাংলা’র পড়ুয়াদের নিতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি। এর মধ্যেই নামী সংস্থায় ‘উৎকর্ষ বাংলা’র প্রায় একশো পড়ুয়ার চাকরির খবর সামনে এল।