• হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট...
    আজকাল | ২২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গরম থেকে মিলবে স্বস্তি। তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। এটি তৈরি হয়েছে পাঞ্জাব থেকে শুরু করে বাংলাদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে।

    এর প্রভাবে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সন্ধের পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 

    জেলার বিভিন্ন প্রান্তে যে ঝড়-বৃষ্টির মেঘ তৈরি হয়েছে তা কলকাতার দিকেও অগ্রসর হবে। ফলে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে মিলবে সাময়িক স্বস্তি। 

    অন্যদিকে বৃহস্পতিবারও বজ্রগর্ভ মেঘের পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে দিয়েছে হাওয়া অফিস। সেখানেও ঘন্টায় ৫০ থেকে শুরু করে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 

    একই ধরণের পরিবেশ থাকবে শুক্রবারও। সেদিনও রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। 

    অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে‌। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সাতদিন তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। এই ধরণের পরিবেশ থাকবে রাজ্যের এই জেলাগুলিতে।  
  • Link to this news (আজকাল)