• বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন ...
    আজকাল | ২২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আপাতত হচ্ছে না বাস ধর্মঘট। কলকাতা পুলিশ কমিশনার, পরিবহন সচিবের সঙ্গে বৈঠকে আপাতত কাটল জট। ধর্মঘটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল বাস মালিকদের সংগঠন। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা। তার মধ্যে দাবিপূরণ না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। 

    প্রসঙ্গত, বাস ও মিনিবাস সংগঠনগুলি ভাড়া বৃদ্ধি সহ কয়েক দফা দাবি নিয়ে বৃহস্পতিবার থেকে ৭২ ঘন্টা বাস ধর্মঘটের ডাক দিয়েছিল। দাবি পূরণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলেন তাঁরা। সঙ্গে জানানো হয়েছিল আগামী ২০ মে’র মধ্যে আবেদনে সাড়া না দিলে তিনদিনের ধর্মঘটে যাবেন তাঁরা। 

    মঙ্গলবারের পর তাঁদের দাবিদাওয়া নিয়ে বুধবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, পরিবহন সচিব সৌমিত্র মোহন সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকদের সংগঠন। তাতেই মেলে সমাধানসূত্র। বাস ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন মালিকরা। 

    এটা ঘটনা বাস মালিকদের সংগঠন আগে জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতি ছাড়া তারা বৈঠকে যাবে না। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসে বাস মালিকদের সংগঠন। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লালবাজারে হয় বৈঠক। উপস্থিত ছিলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন, পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডিসি ট্রাফিক ছাড়াও অন্যান্য আধিকারিকরা। বাস সংগঠনের পক্ষ থেকে ছিলেন প্রতিনিধিরা। 

    তবে দাবি পূরণ না হলে সেপ্টেম্বরে ফের ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা। আবার পরিবহনমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, ‘‌বাস চালকদেরও নিয়ম মানতে হবে। না হলে পুলিশ ব্যবস্থা নেবে।’‌ মন্ত্রী আরও জানান, ‘‌যে দাবি ছিল তা মেটানো গেছে। তিন মাস পর আবার বৈঠক হবে।’‌ 

     
  • Link to this news (আজকাল)