• শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন...
    আজকাল | ২২ মে ২০২৫
  • বিভাস ভট্টাচার্য: এবার থেকে শিয়ালদহ স্টেশনে যখন তখন ভিডিও ছবি তোলা যাবে না। তার জন্য নিতে হবে অগ্রিম অনুমতি। অনুমতি ছাড়া ভিডিও করলেই নেওয়া হবে আইনি পদক্ষেপ। বুধবার এখবর জানিয়েছে শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষ। 

    পাকিস্তানের চর সন্দেহে আটক হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এসে ভিডিও ছবি তুলেছিলেন শিয়ালদহ স্টেশনে। স্টেশনের অলিগলি বা বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি তুলে ধরেছিলেন তাঁর নিজস্ব ইউটিউব সাইটে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গার ভিডিও তুলে তা আপলোড করেছিলেন নিজস্ব সাইটে। পরবর্তী সময়ে তাঁকে গ্রেপ্তার করে ওই রাজ্যের হিসার থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত এবং তাদের নির্দেশেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সংবেদনশীল তথ্য পাচার করতেন। 

    পশ্চিমবঙ্গের শিয়ালদহ স্টেশন ছাড়াও জ্যোতি এরাজ্যের বেশ কয়েকটি জায়গা ঘুরে ঘুরে ভিডিও করেছেন। গেছেন ব্যারাকপুরেও। গ্রেপ্তারির পর এই বিষয়গুলি সামনে আসে। সেইসঙ্গে সামনে আসে শিয়ালদহ স্টেশনের বিষয়টিও। এর পরেই নড়েচড়ে বসেন স্টেশন কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়, অনুমতিপত্র সঙ্গে নিয়েই এবার থেকে ভিডিও করতে হবে। 

    শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'স্টেশন বা স্টেশন চত্বরে ভিডিও করার সময় সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় অনুমতি। এই অনুমোদন দেবেন মুখ্য জনসংযোগ আধিকারিক।' অনুমতি ছাড়া ধরা পড়লে কী ব্যবস্থা নেওয়া হবে? একলব্য বলেন, 'সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবিষয়ে কোনোরকম শৈথিল্য দেখানো হবে না।'
  • Link to this news (আজকাল)