• হুগলি নদীর তীরে নতুন জলপর্যটন প্রকল্প, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা চুঁচুড়ায়
    প্রতিদিন | ২২ মে ২০২৫
  • সুমন করাতি, হুগলি: হুগলি নদীর তীরে চুঁচুড়া ফেরি সংলগ্ন ৫০০ মিটার এলাকা জুড়ে গড়ে উঠতে চলেছে এক নতুন জলপর্যটন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের জল পরিবহন দপ্তর এবং হুগলির চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ প্রকল্পের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। এই প্রকল্পটির মাধ্যমে চুঁচুড়াজুড়ে বিপুল কর্মসংস্থান হবে বলেও খবর।    

    কী কী থাকবে এই প্রকল্পটির মধ্যে?  জানা গিয়েছে, সরকারি এই প্রকল্পের আওতায় গড়ে উঠবে নদীতীরবর্তী একাধিক রেস্তরাঁ, বিশ্রামাগার এবং নানা ধরনের পণ্যসামগ্রীর বিপণন কেন্দ্র। শুধু পর্যটকদের জন্য নয়, এই প্রকল্প হবে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানেরও এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেরি সংলগ্ন ৫০০ মিটার এলাকা সৌন্দর্যকরণের জন্য বসানে হবে প্রচুর গাছ।   

    চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন, “এই প্রকল্পের মাধ্যমে হুগলি নদীর তীরে একটি আকর্ষণীয় ও বৈচিত্র্যময় পরিবেশ গড়ে উঠবে, যা সাধারণ মানুষের বিনোদনের পাশাপাশি জীবিকা নির্বাহের সুযোগও তৈরি করবে। শহরের বাইরে থেকেও যাতে বহু মানুষ এখানে আসেন, তার জন্যও অভিনব কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। ” তিনি আরও বলেন, জেলার তিনটি জায়গায় এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে চুঁচুড়া অন্যতম। এর পাশাপাশি চুঁচুড়ায় নতুন তিনটি গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)