ধনরাজ ঘিসিং, দার্জিলিং: এবার কালিম্পং শহর থেকে গ্রেপ্তার হল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কী কারণে ওই ব্যক্তি ওই শহরে এসে গা ঢাকা দিয়েছিলেন? কোনও নাশকতার ছক কি রয়েছে? নাকি অন্য কোনও উদ্দেশ্য? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিলিগুড়ি এলাকাতেই এর আগে বাংলাদেশি চর সন্দেহে এক ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর এই ঘটনা। দুই ব্যক্তির মধ্যে কি কোনও যোগাযোগ আছে? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিম্পংয়ের দুরপিন বন এলাকায় ওই এলাকায় থাকছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সেখানে হানা দেয়। ওই ব্যক্তিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, ওই যুবকের নাম এমডি আবুল সাত্তার মিলন (৩৮)। জেরায় পুলিশ জানতে পারে, তাঁর বাড়ি বাংলাদেশের রংপুরে। তাঁর থেকে ভারতে থাকার কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার ধৃতকে কালিম্পং আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের একাধিক জেলায় সাম্প্রতিক অতীতে একাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি বাংলাদেশি চর অনুমানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে কি ওইসব এলাকাতেও অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়ে আছে? কোনও নাশকতার ছকও কি কষা হচ্ছে? সেসব প্রশ্ন উঠেছে। সীমান্ত লাগোয়া ওইসব এলাকায় আরও কড়া নজরদারি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।