• লালগোলা প্যাসেঞ্জারের মহিলা কামরায় আগুন, হুড়োহুড়িতে জখম ২
    এই সময় | ২২ মে ২০২৫
  • গাছের ডাল ভেঙে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে পড়ে মহিলা কামরার উপর। মুহূর্তে শর্ট সার্কিট থেকে আগুন। দাউদাউ করে জ্বলতে শুরু করে মহিলা কামরার একাংশ। হুলস্থূল পড়ে যায় গোটা ট্রেনে। বুধবার রাতে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের ঘটনা। হুড়োহুড়িতে ২ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

    সন্ধ্যা থেকেই মুর্শিদাবাদ জুড়ে প্রবল ঝড়বৃষ্টি চলছে। রাতের দিকে তা আরও বাড়ে। ১০টা নাগাদ রেজিনগর স্টেশন ছাড়ে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার। বেলডাঙার ঠিক আগে ১০৫ নম্বর রেল গেটের কাছে ঘটে বিপত্তি। প্রবল ঝড়ে গাছ উপড়ে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে পড়ে মহিলা কামরার উপর। প্রাথমিক ভাবে অনুমান, প্যান্টোগ্রাফের তার ছেঁড়ার কারণে শর্ট সার্কিট হয়ে যায়। আগুন ধরে যায় মহিলা কামরার একাংশে।

    দাউদাউ করে কামরার একাংশ জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায়। সবাই তখন কামরা থেকে পালাতে পারলে বাঁচেন। জানা গিয়েছে, কামরা থেকে নামতে গিয়ে ২ জন যাত্রী জখম হয়েছেন। ততক্ষণে ট্রেন থামিয়ে দিয়েছেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।

    প্রতিবেদন লেখা পর্যন্ত লালগোলা প্যাসেঞ্জার ট্রেন জানপুর এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে। ওই ট্রেনের যাত্রী বেলডাঙার বাসিন্দা ইন্দ্রনীল বিশ্বাস বললেন, ‘সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে চালকের তৎপরতাতেই প্রাণ বেঁচেছে। তিনি ঠিক সময়ে ট্রেন থামিয়ে দেন। মহিলা কামরার যাত্রীরাও নেমে পড়েন। অনেকেই এখনও আতঙ্কিত। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২-৩ জন জখম হয়েছেন।’

  • Link to this news (এই সময়)