উঠেছিল জাল জাতি শংসাপত্রের অভিযোগ, এবার ইস্তফা পঞ্চায়েত প্রধানের
আজকাল | ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইস্তফা দিলেন উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ। তাঁর এই আচমকা ইস্তফার পিছনে কারণ জানাতে গিয়ে তিনি বলেন, শারীরিক সমস্যার কারণে তিনি পদ থেকে ইস্তফা দিলেন। তিনি জানান, গত ৫ মে বনগাঁর বিডিওর কাছে তিনি ইস্তফা দিয়েছেন। সেই ইস্তফা গৃহীত হয়েছে ২০মে।
এর আগে উমা ঘোষ-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে 'এসসি' সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের বনগাঁ মহকুমা কমিটি। তাদের অভিযোগ ছিল, জাল এসসি সার্টিফিকেট দিয়ে প্রধান হয়েছেন উমাদেবী। ইস্তফার পিছনে এই বিষয়টির কোনও যোগসূত্র আছে কিনা তা জানতে চাওয়া হলে প্রাক্তন প্রধান বলেন, 'এটা আদালতের বিষয়। এই নিয়ে আমি কিছু বলতে পারব না। আমি শারীরিক কারণে ইস্তফা দিয়েছি।'
এবিষয়ে বনগাঁ মহকুমা কমিটির অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘ কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস জানান, 'আমরা ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের এসসি সার্টিফিকেট জাল বলে অভিযোগ করেছিলাম। কিন্তু তিনি কেন ইস্তফা দিলেন তা আমাদের জানা নেই।'