নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের সিপিএম সদস্যের তৃণমূলে যোগ
বর্তমান | ২২ মে ২০২৫
সংবাদদাতা, নবদ্বীপ: এবার সিপিএমে ভাঙন নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে। নবদ্বীপ বিধানসভা এলাকায় তৃণমূলে যোগদান করলেন সিপিএমের এক পঞ্চায়েত সদস্য। বুধবার সন্ধ্যায় বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের সিপিএমের নির্বাচিত সদস্য মিসরুব্বা বিবি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা। এদিন মিসরুব্বার স্বামী দীর্ঘদিনের সিপিএম কর্মী মামুদ হোসেনও এলেন তৃণমূলে।
নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন মিসরুব্বা বিবি। বিজেপি ও সিপিএম পরিচালিত বর্তমানে যে পঞ্চায়েত রয়েছে তারা কোনও উন্নয়নই করতে পারেনি। স্বরূপগঞ্জ পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা কাজ করতে পারছেন না। এই পঞ্চায়েতে পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। মিসরুব্বা বিবি জানান, বহু দিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত ছিলাম। এই দলে থেকে দু’ বছরের বেশি সময় ধরে মানুষের জন্য কোনও কাজ করতে পারিনি। সে কারণে যাঁরা আমাকে নির্বাচিত করেছিলেন তাঁদের কোনও কাজই করতে পারিনি। এলাকার মানুষ চাইছিলেন বলে আর রাজ্যের শাসক দলের উন্নয়নের কাজে অভিভূত হয়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিপিএমের নদীয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুমিত বিশ্বাস বলেন, উনি মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন। তৃণমূলের টাকার প্রলোভনে পা দিলেন। মানুষ এই সমস্ত বেইমানদের চিহ্নিত করছে। তৃণমূল যেভাবে দলবদল করাচ্ছে, মানুষ তার যোগ্য জবাব দেবে আগামী নির্বাচনে। উল্লেখ্য, ২৬ আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ পঞ্চায়েতটিতে বিজেপি ১০টি, তৃণমূল ১০টি এবং সিপিএম ৬টি আসনে জয়ী হয়েছিল। ভোটাভুটির মাধ্যমে বোর্ড দখল করে বিজেপি। বামেদের তিন সদস্যের সমর্থন নিয়ে বিজেপি পেয়েছিল ১৩টি ভোট। অন্যদিকে তৃণমূল পেয়েছিল ১০টি। এই বছরের প্রথম দিনেই বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের নির্বাচিত বিজেপির দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে আরও এক বিজেপি পঞ্চায়েত সদস্য পিংকি মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন সিপিএমের এই সদস্য তৃণমূলে যোগ দিলেন। সিপিএমের আসন ৬ থেকে কমে দাড়াল পাঁচে। বিজেপির আসন সংখ্যা ৭। তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি অমল সরকার, বরিষ্ঠ নেতা সঞ্জয় ধর।-নিজস্ব চিত্র