• অগ্নিকাণ্ড আটকাতে শ্যামবাজারের বিভিন্ন রাস্তায় পুর-অভিযান
    বর্তমান | ২২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামবাজারের বিভিন্ন বড় ও গুরুত্বপূর্ণ রাস্তার ধারে দখল হওয়া ফুটপাত খালি, বাজারের ঢোকার মুখ দখল করে থাকা ডালা এবং ঢাকা দেওয়ার প্লাস্টিক সরাল কলকাতা পুরসভা। শ্যামবাজার পাঁচমাথার মোড়, বিধান সরণি সহ একাধিক রাস্তায় অভিযান চলে। পে লোডার, ডাম্পার নিয়ে অভিযান হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা দোকান সরানো হয়েছে। অগ্নিকাণ্ডের আশঙ্কার কথা মাথায় রেখে এই অভিযান হয়েছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

    শ্যামবাজার এলাকায় যে বাজার রয়েছে তার বিভিন্ন গেটের বাইরে হকার, অন্যান্য দোকানদারদের ফুটপাত দখলদারির জেরে প্রবেশ পথ অপ্রশস্ত হয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বুধবার সকালে সেখানে অভিযান চালায় পুর প্রশাসন। প্লাস্টিক খোলানো হয়। যেখানে ফুটপাত অবরুদ্ধ করে ডালা কিংবা কাঠামো বানিয়ে রাখা হয়েছিল সেগুলি খোলানো হয়। বিভিন্ন জায়গায় বড় বড় সাইনবোর্ড, ব্যানার আটকানো ছিল। সেগুলিও সরানো হয়। রাস্তা কিংবা ফুটপাতে বিভিন্ন জায়গায় পড়ে থাকা বালি-সিমেন্টের বস্তা, রাবিশ পে লোডার দিয়ে তুলে সরানো হয়। আরজি কর রোড, বিধান সরণিজুড়ে চলে অভিযান। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ মিনাক্ষী গঙ্গোপাধ্যায় বলেন, ‘শ্যামবাজারে বাজারের বিভিন্ন প্রবেশপথে ফুটপাত অবরুদ্ধ হয়ে পড়েছিল। ডালা রেখে, প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে জায়গাগুলি ঘিরে রাখা হয়েছিল। তাতে মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। মার্কেটের ভিতর ঢোকা-বেরনোর পথ অপ্রশস্ত হয়েছিল। সেগুলি সরানো হয়েছে। ফুটপাত অনেকাংশে ক্লিয়ার করা হয়েছে। যাতে আগুন লাগলে বাজার থেকে বের হতে মানুষের কোনও সমস্যা না হয়। জায়গাটি খোলামেলা থাকে। দমকল কর্মীদের কাজ করতেও সুবিধা হয়।’  পড়ে থাকা বালি-সিমেন্টের বস্তা সরানো হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)