গল্পগুজব করার অছিলায় কয়েক লক্ষের গয়না চুরি, ধৃত পড়শি
বর্তমান | ২২ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিদিন দুপুরে ফ্ল্যাটে আসতেন পাশের ফ্ল্যাটের প্রতিবেশী মহিলা। গল্পগুজব করতেন গৃহকর্ত্রীর সঙ্গে। মাসখানেক পর হঠাৎ টনক নড়ে গৃহকর্ত্রীর। দেখেন, আলমারি থেকে গায়েব সোনার বালা, আংটি, কানের দুল সহ লক্ষাধিক টাকার অলঙ্কার। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পর্ণশ্রী থানা। তারপর ঘটনার কিনারাও হয়। গল্প করতে আসা ওই প্রতিবেশী মহিলা গ্রেপ্তার হন। ধৃতের নাম মানসী ভাণ্ডারি (৪৮)। নিউ ভাগ্যশ্রী পল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। বুধবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিস সূত্রে খবর, ভাগ্যশ্রী পল্লির একটি আবাসনের বাসিন্দা শঙ্কর হালদার থানায় চুরির অভিযোগ জানান। অভিযোগ, একটি সোনার বালা, একজোড়া সোনার আংটি, একজোড়া সোনার কানের দুল ও দু’টি রুপোর পায়েল চুরি গিয়েছে। ওই বাড়িতে কোনও কাজের লোক নেই। তাহলে কে চুরি করল সোনার অলঙ্কার? বাড়িটির বাকি আবাসিকদের পুলিস জিজ্ঞাসা করে জানতে পারে, প্রতিবেশী মহিলা ওই বাড়ির গৃহকর্ত্রীর সঙ্গে নিয়মিত গল্পগুজব করতে যেতেন। তাঁকে জেরা করে পুলিস। তারপর চুরি রহস্য উদঘাটন হয়। পাশের ফ্ল্যাটের বাসিন্দা মানসী ভাণ্ডারির ঘরে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখানে থেকে উদ্ধার হয় চুরির সামগ্রী। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, একবছর আগে আরও দু’টি চুরির ঘটনা ঘটেছে। অন্য একটি ফ্ল্যাট থেকে সোনার ব্রেসলেট, সোনার নোয়া (চুড়ি) ইত্যাদি খোয়া গিয়েছিল। বর্তমান চুরিটির কিনারা করতে গিয়ে পুরনো দু’টি চুরির সামগ্রীও উদ্ধার করেছে পুলিস।