• হাসপাতালের রাস্তা জুড়ে দোকান, জেলাশাসককে চিঠি দিলেন সুপার
    এই সময় | ২২ মে ২০২৫
  • এই সময়, মেদিনীপুর: রাস্তা খারাপ থাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথেই সন্তান প্রসব করতে হয়েছে তরুণীকে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে বুধবারেই এই ঘটনা ঘটেছে। তার মধ্যেই জানা গেল হাসপাতালের সামনের রাস্তা দোকানদারদের দখলে চলে যাচ্ছে বলে সরাসরি জেলা শাসককে চিঠি দিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার।

    মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশাল তোরণের দুই পাশে যত্রতত্র গজিয়ে উঠেছে একের পর এক দোকান। এমনকী ফুটপাথ দখল করে ব্যবসা শুরু করে দিচ্ছেন অনেকেই। তার উপরে হাসপাতাল চত্ত্বর হওয়ায় রোগী এবং পরিজনদের ভিড় তো রয়েইছে।

    সেইসঙ্গে টোটো–রিকশার আনাগোনাও অন্যান্য রাস্তার তুলনায় বেশি। যার জেরে রোগীকে নিয়ে হাসপাতালে ঢুকতে বেগ পেতে হচ্ছে অ্যাম্বুলেন্সকে। এমনই অভিযোগ উঠেছে। রোগীকে নিয়ে হাসপাতালে ঢোকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুল্যান্সগুলিকে। যেকোনও সময়ে বড় বিপদ ঘটতে পারে। চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তথা এমএসভিপি ডাক্তার ইন্দ্রনীল সেন। তিনি বলেন, ‘আমরা সমস্যার কথা জানিয়ে জেলা শাসককে চিঠি দিয়েছি। যা করার তা প্রশাসনই করবে।’

    হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ও জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েই প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরী জানিয়েছেন, ‘সামনে বর্ষার মরসুম। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। মহকুমা শাসকের নেতৃত্বে দোকানদারদের সঙ্গে কথা বলা হচ্ছে।’ তিনি জানান, পরিস্থিতি সমাধানে প্রশাসন সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

    এদিকে, তৃণমূল স্ট্রিট হকার ইউনিয়নের নেতা শেখ লিয়াকত বলেন, ‘আমরা চাই না মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা রোগীদের কোনও অসুবিধা হোক। যদি সমস্যা হয়, তাহলে আমরা হকারদের অন্যত্র পুনর্বাসনের বিষয়ে সহযোগিতা করব।’

    মেদিনীপুর শহরের নাগরিকদের একাংশের মতে, ‘শুধুমাত্র হকার সরানোই নয়, শহরের যানচলাচল ও ফুটপাত ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। নইলে সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে।’

  • Link to this news (এই সময়)