৬.০ মাত্রার ভূমিকম্প কেঁপে উঠল গ্রিসের ক্রিট উপকূল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের মতে, ভূমিকম্পের ফলে সেই দেশে সুনামির আশঙ্কা তৈরি হয়েছে।
ইজ়রায়েল দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজ়িয়ামের বাইরে গুলি করা হয়। মৃতদের একজন পুরুষ ও একজন মহিলা। সূত্রের খবর, বুধবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে। ইহুদি মিউজ়িয়ামে একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে ইজ়রায়েল দূতাবাসের বহু কর্মী যোগ দিয়েছিলেন। আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা।
বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভের ঘটনার তদন্তে সহযোগিতা করতে বলল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সকালে দুই শিক্ষককে বিধাননগর থানায় হাজিরা দেওয়ার কথা জানিয়েছিল হাই কোর্ট। কিন্তু ওই শিক্ষকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই মামলায় বৃহস্পতিবার পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত।
এই নিয়ে টানা তিন দিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি হবে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। আজও শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে। মঙ্গল এবং বুধবার দীর্ঘ সময় ধরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ মামলাটি শুনেছে। আজ শুনানিতে কী হয় সেটাই দেখার।
বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তের মোট ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বিকানেরের এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই স্টেশনগুলির তিনি উদ্বোধন করবেন। সেই তালিকায় বাংলার তিনটি স্টেশন উত্তর ২৪ পরগনার কল্যাণী ঘোষপা়ড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় রয়েছে।
আইপিএলে আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। গুজরাত শেষ চারে চলে গেলেও লখনউ প্লে অফ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে। আজকে যদি গুজরাত জিতলে তাদের প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভাবনা থাকবে।
বুধবার রাতে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই খামখেয়ালি আবহাওয়া চলবে। এ ছাড়াও শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি-সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে।