• ‘তোমাকে বিশ্বাস করি’, মুখ্যমন্ত্রীর আস্থা পুরপ্রধানে
    এই সময় | ২২ মে ২০২৫
  • এই সময়, কোচবিহার: দু’দিন আগেই ব্যবসায়ীদের নালিশে মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। তাঁর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, গতকালই সাংবাদিক বৈঠক করে খণ্ডন করেছিলেন।

    বুধবার নিজের দাবির সত্যতা প্রমাণে মুখ্যমন্ত্রীর সামনে একেবারে ফাইল নিয়ে হাজির হলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। জানিয়ে দেন, পুরসভা বাড়তি কোনও করের বোঝা চাপায়নি। এরপরেই তাঁর পুরোনো সহকর্মীর প্রতি নরম হন মমতা।

    রবির শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করে বলেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি।’ তবে বিষয়টি জেলাশাসককে আরেক বার ক্রস চেক করার নির্দেশ দেন।

    সোমবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোচবিহার পুরসভার কর বৃদ্ধি নিয়ে নালিশ করেছিলেন কোচবিহার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজকুমার ঘোষ। নালিশ শুনে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বিষয়টি দেখার নির্দেশ দেন। চাপে পড়ে যান রবি।

    এরপর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন চেয়ারম্যান। এমনকী, সমিতির মাথারাই কর ফাঁকি দেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এ দিন শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মমতা রবিকে বলেন, ‘ট্যাক্স বাড়ানো যাবে না। তুমি ট্যাক্স বাড়িয়েছ।’

    সঙ্গে সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, ‘এক পয়সাও ট্যাক্স বাড়াইনি।’ মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, ‘তা হলে ওরা কেন বলছে।’ চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ী সমিতি মিথ্যা কথা বলছে। গতকালই জেলাশাসকের সঙ্গে দেখা করে সমস্ত কাগজপত্র দিয়ে এসেছি।’

    এরপর তাঁর সঙ্গে থাকা ফাইল খুলে মুখ্যমন্ত্রীকে দেখাতে যান। তখন নরম হয়ে মমতা বলেন, ‘আচ্ছা ঠিক আছে। তুমি বলেছ, আমি তোমাকে বিশ্বাস করছি। তবে একবার ক্রস চেক করব।’

    তৃণমূল নেত্রী প্রাক্তন মন্ত্রীর শরীর ঠিক আছে কি না খোঁজ নেন। জিজ্ঞাসা করেন, ‘শিদল, মাছ এসব খাও তো।’ রবি জানান, বর্তমানে তিনি নিরামিষাশি। লঘু ভাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেকি নিরামিষ খাচ্ছ্য!’

    কর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান। এর পিছনে ‘কালো হাত’ রয়েছে বলে তোপ দেগে পরোক্ষে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ড্যামেজ কন্ট্রোল করতে সমর্থ হলেন রবি। দু’দিনের এই নাটকে শেষ হাসি হাসলেন তিনিই।

  • Link to this news (এই সময়)