• ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…...
    আজকাল | ২২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ধারাল অস্ত্র নিয়ে গাড়ি করে ছাগল চুরি করতে গ্ৰামে প্রবেশ করেছিল চারজন যুবক। বুনো হাতি চলে আসায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় তারা। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায়।

     জানা গিয়েছে, মঙ্গলবার মাঝ রাতে আচমকাই বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে একটি বুনো হাতি প্রবেশ করে। হাতি গ্রামে তাণ্ডব শুরু করলে,  গ্রামের বাসিন্দারা এক এক হাতি তাড়াতে ঘর থেকে বেরিয়ে আসেন। হাতি তাড়ানোর সময় গ্রামের বাসিন্দারা এলাকায় অপরিচিত চারজন যুবককে ধারাল অস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেখেন। তাতেই তাদের সন্দেহ জাগে। 

    তাদের গাড়িতে তল্লাশি চালাতেই গ্ৰামবাসীরা গাড়ির ভেতর বেশ কয়েকটি ছাগল বন্দি অবস্থায় দেখেন। স্থানীয় সূত্রে খবর, বেশকিছু দিন থেকে ওই গ্ৰাম থেকে একাধিকবার ছাগল ও বাছুর চুরির ঘটনা ঘটছিল। এরপরেই গ্ৰামবাসীরা ওই অপরিচিত যুবকদের পাকড়াও করে। এমনকি তাদের গাড়িতেও ভাঙচুর করে ক্ষিপ্ত গ্রামবাসীরা। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত দের আটক করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে অভিযুক্তরা কালচিনি থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের বাসিন্দা। বুধবার গ্ৰামের বাসিন্দারা কালচিনি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

    এই বিষয়ে আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি জানিয়েছেন, এলাকায় বেশ কিছুদিন ধরে ছাগল গরু চুরির অভিযোগ উঠে আসছিল। বুধবার ভোররাতে আচমকাই জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে আসায়,  চারজন চোরকে হাতেনাতে ধরে ফেলে গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ চারজন ছাগল চোরকে লতাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তরা প্রত্যকেই কালচিনি এলাকার বাসিন্দা। আগামিকাল অভিযুক্তদের আদালতে পেশ করে ঘটনার তদন্তের সঙ্গে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ছাগল এবং গরু চুরির চক্রে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)