• আত্রেয়ীর বাঁধে ভাঙন, সাসপেন্ড প্রকল্পের ৬ ইঞ্জিনিয়ার
    এই সময় | ২২ মে ২০২৫
  • এই সময়, বালুরঘাট: লাগাতার বৃষ্টির জেরে আত্রেয়ী নদীর বাঁধের পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ আবার ভেঙে পড়েছে। বার বার এই বাঁধ ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ সেচ দপ্তর প্রকল্পটির নির্মাণের দায়িত্বে থাকা ৬ জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল।

    পাশাপাশি শোকজ় করা হয়েছে চিফ ইঞ্জিনিয়ার (নর্থ)কে–ও। বাঁধ নির্মাণকারী সংস্থার নাম এমএসএ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। কলকাতার ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সেচ দপ্তর দক্ষিণ দিনাজপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছে। বার বার আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসার পরে বুধবারই সেচ সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

    শাস্তিপ্রাপ্তদের তালিকায় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার সকলেই রয়েছেন। রাজ্য ভিজিল্যান্স কমিশনারকে গোটা ঘটনার তদন্ত করে সেচ দপ্তরের কাছে সুপারিশ সহ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

    অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের বিষয়েও ভাবা হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ারকে শোকজ় নোটিসে তাঁর অনুপস্থিতির কারণ এবং উদ্ভুত পরিস্থিতিতে সময়মতো পদক্ষেপে গাফিলতির ব্যাখ্যা চাওয়া হয়েছে।

    বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক এবং রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে এই বাঁধ ভাঙার ঘটনা নিয়ে খোঁজ খবর নেন।

    সেচ দপ্তর জানিয়েছে, বালুরঘাট ও কুমারগঞ্জ ব্লকের দু’হাজার হেক্টর কৃষি জমিতে সেচের সুযোগ পৌঁছে দিতে ২০২৪ সালের জানুয়ারিতে ১৯৫ মিটার দীর্ঘ আত্রেয়ী নদীর বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। যদিও এই কাজ শুরু হয়েছিল ২০২১ সালে।

    এরপরেও বার বার বাঁধ ভাঙায় এর নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় সাংসদ,বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী অবশ্য প্রশাসনিক বৈঠকের শেষে এই ফাটল প্রসঙ্গে বাংলাদেশে আত্রেয়ীর বুকে রাবার ড্যাম নির্মাণ করে জল আটকে দেওয়া এবং ভারত সরকারের নীরবতাকে কটাক্ষ করেছেন।

    সোমবার রাত দুটো নাগাদ প্রবল জলের স্রোতে ভেঙে যায় আত্রেয়ীর ড্যামের পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ। যা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের। কিছুদিন আগে ওই নদীর পশ্চিম পাড়ের বাঁধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল।

    ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু হওয়ার আগেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যামটা ভেঙে ভেসে যায়। বাসিন্দাদের অভিযোগ, এইভাবে বাধ ভাঙার ফলে বিস্তীর্ণ অঞ্চলে নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। নির্মাণের গুণগত মান নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।

  • Link to this news (এই সময়)