এই সময়, বসিরহাট: নিজের পরিচয় গোপন রেখে অন্য এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। বুধবার দুপুরে হাওড়ার আমতা থানার পুলিশ ও বসিরহাট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বসিরহাট বদরতলা এলাকার একটি চেম্বারে রোগী দেখার সময়ে গ্রেপ্তার করে ওই ভুয়ো ডাক্তারকে।
ধৃত ব্যক্তি নিজেকে ডাক্তার বলে দাবি করেন। এমনকী যে চিকিৎসক তাঁর বিরুদ্ধে রেজিস্ট্রেশন নম্বর জাল করার অভিযোগ এনেছেন, তাঁর নামেই সই করতে দেখা যায় অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী চিকিৎসকের নাম ইন্দ্রনীল বোস। তাঁর পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দেওয়া রেজিস্ট্রেশন নম্বর ৭৬৪৯৪। কয়েকদিন আগে তিনি জানতে পারেন তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য এক ব্যক্তি ডাক্তারি করছেন হাওড়া ও বসিরহাটে।
সম্প্রতি তিনি হাওড়ার আমতা থানায় তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ বুধবার বসিরহাট থানায় আসে।
বসিরহাট থানার পুলিশের সাহায্য নিয়ে বসিরহাটের বদরতলা এলাকায় ডা. ইন্দ্রনীল বোসের নামে একটি প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময়ে ওই ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করে বসিরহাট থানায় নিয়ে আসে।
থানায় ধৃত ব্যক্তিকে সই করতে বললে তিনি ডক্টর ইন্দ্রনীল বোস নামেই সই করেন। বসিরহাট বদরতলা এলাকার চেম্বারে সাইনবোর্ডে লেখা চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল বোস, এমবিবিএস, এমডি (রেসপিরেটরি মেডিসিন) ডিআরএনবি (পালমোনারি মেডিসিন), এমআরসিপি-১ (ইউকে)।
বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে যুক্ত বলেও ওই সাইনবোর্ডে লেখা। বসিরহাটের বদরতলা এলাকায় ইটিন্ডা রোডের উপরে শ্রীকৃষ্ণ মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকানের সঙ্গে থাকা চেম্বারে গত দেড় মাস ধরে রোগী দেখতেন ওই ভুয়ো ডাক্তার।
ধৃতকে এ দিন দুপুরে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। পরে নিয়ম অনুযায়ী একটি জেনারেল ডায়েরি করে হাওড়ার আমতা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর নাম ইন্দ্রনীল বোস, বাড়ি কোচবিহার জেলায়।