• ‘আমরা বঞ্চনার শিকার…’, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা
    এই সময় | ২২ মে ২০২৫
  • শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে বিক্ষোভ শুরু করলেন চাকরিহারা প্রার্থীদের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাঁরা স্কুলে যোগ দিতে পারেননি বলে দাবি করেন ওই শিক্ষকরা। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর তরফে কোনও আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করবেন বলে জানানো হয়েছে। 

    চাকরিহারা এক শিক্ষকের কথায়, ‘১৭,২০৬ জনের স্কুলে ফেরত যাওয়ার কথা। কিন্তু তার মধ্যে ১৫ হাজার শিক্ষক স্কুলে যেতে পারছেন। আমরা বার বার করে বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু সকলেই আমাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন। শিক্ষা দপ্তর জানে আমরা স্কুলে যাচ্ছি এবং বেতন পাচ্ছি। কিন্তু আমরা স্কুলে যোগ দিতে পারিনি।’

    তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের স্কুলে যাওয়ার ব্যাপারে নির্দেশ দিলেও তাঁরা স্কুলে ফেরত যেতে পারেননি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২০১৬ সালের পুরো এসএসসির প্যানেল বাতিল করে দেওয়া হয়। পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষা ব্যবস্থা কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চেয়ে আবেদন করা হয়। সেই সময়েই ‘টেন্টেড’ প্রার্থীরা বাদ দিয়ে বাকিদের স্কুলে ফেরত যাওয়া ও বেতন চালু থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

    জেলা ডিআই অফিস ও প্রধান শিক্ষকের কাছে স্কুলে যোগদান করার জন্য শিক্ষকদের তালিকা পাঠানো হয়। কিন্তু সেই তালিকায় নাম নেই বলেই দাবি করেন এই শিক্ষকরা। সেই কারণেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্যেই তাঁদের অবস্থান বলে জানানো হয়েছে। যদিও, প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, তাঁর বাড়ির সামনে পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে আন্দোলনের কারণে। 

  • Link to this news (এই সময়)