• মহেশতলায় ১১ বছরের কিশোরকে পিষে দিল ট্রাক, বিক্ষোভের আগুন এলাকায়
    এই সময় | ২২ মে ২০২৫
  • মর্মান্তিক পথদুর্ঘটনা প্রাণ কাড়ল ১১ বছরের এক কিশোরের। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এই ঘটনা ঘটে। মৃত ওই কিশোরের নাম উজ্জ্বল মণ্ডল। এক বন্ধুর সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল সে। মহেশতলা থানার অন্তর্গত বরকনতলা পুটখালি এলাকায় একটি ষোলো চাকার ট্রাক এসে ধাক্কা মারে সাইকেলে। মুহূর্তে রাস্তায় ছিটকে পড়ে উজ্জ্বল ও তার বন্ধু। তার বন্ধু কোনও ক্রমে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় উজ্জ্বলের। এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তুমুল অশান্তি বাধে। উত্তেজিত জনতা ট্রাক ভাঙচুর করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। ট্রাকের চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর প্রায় ১টা নাগাদ উজ্জ্বল ও তার এক বন্ধু সাইকেলে চেপে ফুলবাগান থেকে বাড়ি ফিরছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই প্রবল গতিতে আসা একটি ট্রাক এসে ধাক্কা মারে সাইকেলে।

    এ দিকে এই ঘটনার পর চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় লোকজন পথ অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, প্রতিদিনই এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে। এ দিকে রাস্তাগুলি খুবই সরু। মানুষও ঠিক করে চলাচল করতে পারে না। বার বার প্রশাসনকে বলা হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ তাঁদের।

    এ দিকে অশান্তির খবর পেয়ে মহেশতলা থানা থেকে বিশাল ফোর্স হাজির হয়। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। তার পরই অবস্থান ওঠে। এলাকার লোকজনের দাবি, এলাকা দিয়ে ভারী যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।

  • Link to this news (এই সময়)