গত কয়েকদিন ধরে হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। চলতি মরশুমে শহরবাসী গরম থেকে বাঁচতে ভারী বৃষ্টির অপেক্ষায় ছিল। বুধবার সন্ধ্যায় আশানুরূপ বৃষ্টি পেল কলকাতা। তবে শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিও হয়েছে। বুধের মতো বৃহস্পতিবারও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা? কী বলছে আবহাওয়া দপ্তর?
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রের খবর, গুজরাট সংলগ্ন আরব সাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পূর্ব-মধ্য আরব সাগর ও কর্নাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ সেটি উত্তর দিকে এগোবে। তার পরে মহারাষ্ট্র উপকূল পেরিয়ে প্রবেশ করতে পারে গুজরাট উপকূলে। পরে তা ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩০ মে-এর মধ্যে তা স্থলভাগে প্রবেশ করতে পারে। যদি সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘শক্তি’। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে। যার অর্থ ‘পাওয়ার’ বা ক্ষমতা। বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা দক্ষিণ দিকে এগোচ্ছে। মে মাসের শেষ সপ্তাহে ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটাও নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস জানাচ্ছে, বুধের পর বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধে বৃষ্টির পর রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নেমে গিয়েছে। সেই জন্য বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় ২ ডিগ্রি কমেছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এ ছাড়া শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর এই ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।
তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া বইবে সমগ্র উত্তরবঙ্গে। শনিবার দার্জিলিং-সহ একাধিক এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।