• ডিজে বন্ধ করা নিয়ে ধুন্ধুমার ডানকুনিতে, ইটের ঘায়ে জখম পুলিশ
    এই সময় | ২২ মে ২০২৫
  • পুজোয় ডিজে বাজানো নিয়ে ধুন্ধুমার ডানকুনিতে। ডিজে বাজাতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলার অভিযোগ। ৫ পুলিশ কর্মী জখম হয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির ডানকুনি থানার মনবেড়ের ঘটনা। রক্ষাকালী পুজোয় ডিজে বাজাতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়।

    ডানকুনির মনবেড় ও রামকৃষ্ণ পল্লিতে রক্ষাকালী পুজো হয়। এই পুজোর ভাসানে ডিজে বাজানো নিয়ে পুলিশের আপত্তি ছিল। যাতে ডিজে বাজানো না হয় তার জন্য একাধিকবার মিটিং করে পুলিশ। কিন্তু তারপরেও পুলিশের নিষেধ শোনা হয়নি। বুধবার রাতে পুজোর ভাসানে ডিজে বাজানো হলে তা বন্ধ করতে বলে পুলিশ। নির্দেশ না শোনায় পুলিশের বড় বাহিনী গিয়ে ডিজে বন্ধ করার চেষ্টা করতেই শুরু হয় বচসা। তা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। পথ অবরোধ শুরু করেন পুজো কমিটির সদস্যরা। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলেই উত্তেজনা বাড়ে।

    জনতার ছোড়া ইটের আঘাতে জখম হয়েছেন ৫ জন পুলিশকর্মী। এক মহিলা কনস্টেবলও ইটের আঘাতে জখম হয়েছেন। তাঁকে চন্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবরোধ সরিয়ে দেয় পুলিশ, ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগেও সরস্বতী পুজোয় ডিজে বন্ধ করতে গিয়ে পাণ্ডুয়া থানায় এক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছিলেন।

  • Link to this news (এই সময়)