টানা তিন দিনের চরম ভোগান্তি শেষে বৃহস্পতিবার প্রায় স্বাভাবিক দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া থেকে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি ইয়ার্ডে নন-ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমে বিভ্রাটের কারণে সোমবার থেকে হাওড়া ভায়া সাঁতরাগাছি খড়্গপুরগামী ট্রেন চলাচল ব্যাহত হয়। বাতিল ট্রেনের তালিকায় দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ছিল লোকাল ট্রেনও। রুট পরিবর্তন করা হয় একাধিক ট্রেনের। মঙ্গলবার ভোগান্তি চরমে ওঠে। তবে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে অন্য ছবি। রেল সূত্রে খবর, ১০০ শতাংশ স্বাভাবিক না হলেও সিংহভাগ পরিষেবাই এ দিন স্বাভাবিক।
গত তিন দিনে বেশ কিছু লোকাল ট্রেন-সহ মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়। কিছু ট্রেন খড়্গপুর থেকে চালানো হয়। হাওড়া থেকে যে সব ট্রেন ছাড়ার কথা ছিল, সেই সব মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়ও পাল্টানো হয়। কোনও কোনও ট্রেন ১০-১৫ ঘণ্টা দেরিতে ছাড়ে। স্বভাবতই এর জেরে বিপাকে পড়তে হয় অসংখ্য যাত্রীকে।
সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল থেকে। এর জেরে ১৮ মে পর্যন্ত প্রতিদিনই বহু দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন বাতিল করা হয়। অনেক ট্রেনের রুটও বদল করা হয়। তবে সেই সময়সীমা পার করেও গত তিন দিন ভুগতে হয়েছে যাত্রীদের।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, সোমবার ৩০টি, মঙ্গলবার ২৫টি এবং বুধবার ১৭টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়। অর্থাৎ, ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টাও করা হয়। বৃহস্পতিবারের ছবিটা প্রায় স্বাভাবিক। ফলে কিছুটা স্বস্তিতে যাত্রীরা। হাওড়া স্টেশনে অপেক্ষমান যাত্রীর সংখ্যাও খুবই কম নজরে এসেছে এ দিন।