• হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে মৃত দুই যুবক, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের
    আজকাল | ২২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হাতি তাড়াতে গিয়ে মৃত্যু এলাকার দুই যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি অঞ্চলের এক নম্বর চর এলাকায়। 

    জানা গেছে, গত কয়েক দিন ধরেই গজলডোবা তিস্তা ক্যানেল পেরিয়ে বৈকন্ঠপুর জঙ্গল থেকে খাবারের খোঁজে এলাকায় হাতির দল ঢুকছিল। বুধবার গভীর রাতে একটি হাতির দল এলাকায় আসে। চাষের জমি হাতির আক্রমণ থেকে বাঁচাতে লাঠি ও বাজি হাতে এলাকার যুবকেরা হাতি তাড়াতে উদ্যোগী হয়। হাতি তাড়াতে গেলে অতর্কিতে হাতির আক্রমণে প্রাণ হারান এলাকার দুই যুবক। মৃতদের নাম নারায়ণ দাস ও তুষার দাস। পর পর হাতির আক্রমণে অতিষ্ঠ এবং আতঙ্কিত গ্রামবাসীরা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভে সামিল হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাস্থলে দেখা মেলেনি বনদপ্তরের। আর এতেই বাড়ছে ক্ষোভ। 

    স্থানীয় বাসিন্দা নিমাই বর্মন জানান, ‘‌ক্যানেলের উল্টোদিকে রয়েছে বৈকন্ঠপুর জঙ্গল। হাতি আসার ঘটনা প্রায়ই ঘটে। দুই বছর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাবার সময় হাতির আক্রমণে এক পরীক্ষার্থী প্রাণ হারায়। এরপর বনদপ্তরের তরফে আমাদের আশ্বস্ত করা হয় এমন ঘটনা যেন না হয় সেই ব্যাপারে আধিকারিকরা যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু এবার হাতির দল এলাকায় আসলেও বনদপ্তরের তরফে হাতি তাড়াতে দল পাঠানো হয়নি। অগত্যা এলাকার ছেলেরা নিজেরাই হাতি তাড়াতে গেলে এই ভয়ানক পরিণতি।’‌ 

    এই বিষয়ে ভোরের আলো থানার আইসি সন্দীপ দত্ত জানান, ‘‌ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকাবাসীদের সঙ্গে কথা বলছি। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’‌ ঘটনার পর থেকে আতঙ্কের সঙ্গে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

     
  • Link to this news (আজকাল)