• সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম ভাঙিয়ে চিকিৎসা!‌ গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক 
    আজকাল | ২২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে রীতিমতো চেম্বার করে রোগী দেখার অভিযোগ। একাধিক জায়গায় ক্লিনিকে বসে চিকিৎসা করার অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। রোগী সেজে ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ভুয়ো চিকিৎসককে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। 

    পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার এক বড় সরকারি হাসপাতালের চিকিৎসক চলতি মাসে অভিযোগ করেন, তাঁর রেজিস্ট্রেশন ও নাম ব্যবহার করে আমতায় চিকিৎসকের কাজ করছেন এক ব্যক্তি। এরপরেই বিষয়টি নিয়ে তদন্তে নামে আমতার চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ কর্তারা। খোঁজ নিতেই বিষয়টি স্পষ্ট হয়। 

    জানা গেছে, ওই ভুয়ো চিকিৎসককে হাতেনাতে ধরতে রোগী সেজে উত্তর ২৪ পরগনা জেলায় যান পুলিশ আধিকারিকরা। বসিরহাটের একটি ক্লিনিকে পৌঁছে যায় পুলিশ। তারপর চিকিৎসা করানোর জন্য নাম লেখান। নিয়মমতো তিনজনের পর নাম ডাকা হয়। ক্লিনিকে ঢুকে সাদা পোশাকের পুলিশ আসল পরিচয় দিতেই চমকে যায় ওই ভুয়ো চিকিৎসক। বুধবার বিকেলে তাঁকে পাকড়াও করা হয়। 

    এ প্রসঙ্গে এসআই তাপস জানা জানান, ‘‌আমি নিজে রোগী সেজে বসিরহাট এলাকার একটি ক্লিনিক থেকে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করি।’‌ বৃহস্পতিবার ভুয়ো চিকিৎসক ইন্দ্রনীল বোসকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। 

     
  • Link to this news (আজকাল)