• সুন্দরবনের আকাশেও রহস্যময় ড্রোন! রহস্যের কিনারা পুলিশের
    আজকাল | ২২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় রহস্যময় আলো দেখতে পান এলাকাবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, মৌসুনী দ্বীপ, ও গঙ্গাসাগরের আকাশে রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে রাতের অন্ধকারে রহস্যময় আলো দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। এবার সেই রহস্যময় ড্রোনের রহস্য ভেদ করল সুন্দরবন জেলা পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেই কারণে একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়। যা দূর থেকে একেবারেই ড্রোনের মতো দেখতে মনে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    এদিকে রাতেই এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করেন, এই আলোর উৎস ড্রোন। গতরাতে ঝড়বৃষ্টির সময়ই গঙ্গাসাগর এলাকায় আকাশে আলোকবিম্ব দেখা গিয়েছিল। অনুমান করা হয়, সেই আলোগুলি ড্রোন থেকে বের হচ্ছে। জানা গিয়েছে, এদিন দুই দফায় মোট পাঁচটি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। এদিকে বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়। তবে পরে এই নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয় পুলিশ। 

    ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে এই উড়ন্ত বস্তুকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। পরে যদিও জানা যায় আসল কারণ। রহস্যময় আলো দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। বাংলাদেশের খুব কাছে সুন্দরবনের এই উপকূল তীরবর্তী এলাকাগুলি অবস্থিত। সেই কারণে আতঙ্ক আরও বেশি করে দানা বাঁধে।
  • Link to this news (আজকাল)