নোড়া দিয়ে দুই সন্তানের মাথা থেঁতলে দিল মা, শেষমেশ ভয়ঙ্কর পরিণতি, নদিয়ায় হাড়হিম কাণ্ড...
আজকাল | ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের দুই সন্তানকে পাথরের নোড়া দিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় চার বছর বয়সি এক শিশুকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আট বছর বয়সি আরেক শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার আনন্দপল্লী মধ্যপাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার বাসিন্দা সূর্য মজুমদার ও রিঙ্কি মজুমদারের দুই সন্তান। একজনের নাম তোজো, বয়স আনুমানিক আট। অপরজন চার বছরের পিয়ম মজুমদার। বুধবার রিঙ্কি মজুমদার তার দুই সন্তানকে মশলা তৈরির শিলনোড়া দিয়ে আঘাত করে। খবর পেয়ে বাড়ি পৌঁছে সূর্য মজুমদার দেখেন, গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে দুই সন্তান।
তড়িঘড়ি দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা। পরবর্তী সময়ে তাদের অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় চার বছর বয়সি পিয়ম মজুমদারের। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত তোজো মজুমদার।
স্থানীয় সুত্রে খবর, রিঙ্কি মজুমদার মানসিক ভারসাম্যহীন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত রিঙ্কি। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।