'অপরিষ্কার সহ্য হয় না', বিনা পারিশ্রমিকে এলাকার ঝাড়ু হাতে আশার আলো তিনি...
আজকাল | ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার বিষ্ণুপুরে লায়েক বাঁধ এলাকায় এক দৃশ্য রোজ প্রতিদিন চোখে পড়ে সকলের। ঝাড়ু হাতে এক বৃদ্ধ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। তিনি অশোক পাল। বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই। বিনা পারিশ্রমিকে দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই এই কাজের প্রতি অদম্য টান। মাত্র বারো বছর বয়সে শুরু করেছিলেন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করা। তারপর কেটে গেছে বহু বছর। জীবন অনেক বাঁক নিয়েছে, তবু থামেননি তিনি। এলাকাবাসীর কেউ কেউ তাঁকে 'পাগল' বললেও অশোক পরোয়া করেন না। বরং বলেন, 'পরিষ্কার দেখতে ভালোবাসি, অপরিষ্কার সহ্য হয় না। তাই নিজের মন থেকেই করি।'
বাড়ির লোকের বহুবার বকাবকি, প্রতিবাদ, এমনকি সমাজের অপমানও তাঁকে এই কাজ থেকে বিরত করতে পারেনি। স্ত্রী জবা পাল বলেন, 'বিয়ে করে যখন এসেছি তখন আমার বয়স ৯ বছর। সেই তখন থেকেই ওঁকে দেখে আসছি ঝাড়ু হাতে। অনেক বুঝিয়েছি, হয়নি কিছু। এখন অভ্যাস হয়ে গিয়েছে, বরং ভালোই লাগে।'
এলাকাবাসীরাও খুব খুশি তাঁর এই নিরলস প্রচেষ্টায়। তাঁরা বলেন, 'অশোকবাবু না থাকলে এলাকা এত পরিষ্কার থাকত না। কোথাও ময়লা পড়ে থাকলে বুঝে যাই উনি বাড়িতে নেই।'