হাবড়ায় জীবনদায়ী ওষুধের জাল কারখানা, গ্রেপ্তার মালিক, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ জাল ওষুধ...
আজকাল | ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছুদিন ধরে খবর আসছিল নামী একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার লোগো ব্যবহার করে জাল ওষুধ তৈরি করা হচ্ছে। অবশেষে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করল। কারখানা সিল করে দেওয়ার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে মালিককেও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কামারথুবা টালিখোলা মোড় এলাকায় কয়েক মাস আগে একটি ওষুধের কারখানা তৈরি হয়েছে। বিশ্বজিৎ ঘোষ নামে এক ব্যক্তি ওই ওষুধের কারখানাটি চালু করেছেন। অভিযোগ, ওই কারখানা থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের জীবনদায়ী ওষুধের নকল তৈরি হচ্ছিল। সেই নকল ওষুধ বাজার ছেয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগে অভিযোগ জমা পড়ে। বৃহস্পতিবার দুপুরে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আচমকা হাবড়ায় আসেন। পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা কামারথুবা এলাকার ওই ওষুধের কারখানায় অভিযান চালান। সেখানে দেখা যায়, বিভিন্ন নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার জীবনদায়ী ওষুধের নকল থরে থরে সাজানো রয়েছে। ওই নকল ওষুধগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওষুধ কারখানার মালিক বিশ্বজিৎ ঘোষকে। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কারখানায় শিশুদের বেশ কিছু জীবনদায়ী ওষুধের নকল তৈরি করা হচ্ছিল। নকল ওই ওষুধ শিশুদের প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে। ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ জাল ওষুধ চক্রে আর কারা জড়িত আছে তা তদন্ত করতে চাইছে।