• গজলডোবায় হাতির হানায় ২ যুবকের মৃত্যুর অভিযোগ, ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের
    বর্তমান | ২২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, রাজগঞ্জ: উত্তরবঙ্গের গজলডোবা সংলগ্ন দুধিয়া বালুচর এলাকায় মর্মান্তিক ঘটনা। কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির হানায় এক যুবক ও এক কিশোরের মৃত্যুর অভিযোগ। মৃতদের মধ্যে একজন নারায়ণ দাস (১৯) ও অপরজন তুষার দাস (১৬)। স্থানীয় সূত্রে খবর, আজ ভোররাতে আনুমানিক তিনটের সময় কীর্তনের আসর থেকে ফিরছিলেন মোট ৬ জন। ফেরার পথে বন দপ্তরের কর্মীদের সঙ্গে দেখা হয় তাদের। বন কর্মীরা সেই সময় হাতি তাড়ানোর কাজ করছিলেন বেল দাবি। যুবকেরা বনকর্মীদের অনুরোধ করেন তাঁদের কিছুটা এগিয়ে দিতে। অভিযোগ, বন কর্মীরা জানান, হাতি নেই। তোমরা নিজেরা চলে যাও।এর পরই দুধিয়া বালুচর এলাকায় আচমকা হাতির সামনে পড়ে যায় ৬ জনের দলটি। চার বন্ধু কোনও ক্রমে পালিয়ে গেলেও ২ জনকে হাতি নাগালের মধ্যে পেয়ে যায়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই হাতির গতিবিধি লক্ষ্য করা যায়, তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে।এদিন সকালে ঘটনাস্থলে গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী উপস্থিত হলেও বনদপ্তরের কর্মীরা না পৌঁছানোয় ক্ষোভে ফুঁসতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন।বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে না আসা পর্যন্ত দেহ দুটি উদ্ধারে বাধা দেন স্থানীয় মানুষ। বৈকুণ্ঠপুরের ডিএফও এম রাজা বলেন, এলাকায় বন দপ্তরের চারটি টিম রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাতির হানায় মৃত্যু হয়েছে কি না এখনও নিশ্চিত নয়। 
  • Link to this news (বর্তমান)