কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ! বোলপুরে আচমকা হানা দিল ইডি
বর্তমান | ২২ মে ২০২৫
বোলপুর, নিজস্ব প্রতিনিধি: আচমকা ইডির হানা ঘিরে সাতসকালে শোরগোল বোলপুরে। কয়েক কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসে একটি বাড়িতে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইডি যে বাড়িতে হানা দিয়েছে, সেই বাড়ির মালিক মোঃ আনারুল ইসলাম, একটি বেসরকারি সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার পদে রয়েছেন। দাবি করা হচ্ছে, তার কোম্পানি মাসে শতকরা দুই শতাংশ তথা বার্ষিক ২৪ শতাংশ হারে সুদ দিত। তাতে প্রভাবিত হয়ে অনেক গ্রাহকই সেখানে টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু অভিযোগ, ২০২৩ সালে ওই কোম্পানি আচমকা সুদ দেওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি আসল টাকা ফেরত দিতেও গড়িমসি করছিল। সেই ইস্যুতেই উপভোক্তাদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এদিন আনারুলের বাড়িতে হানা দেয় ইডি বাহিনী। ঘন্টাখানেক ধরে চলছে তল্লাশি অভিযান। দাবি করা হচ্ছে, অভিযুক্ত কোম্পানি প্রায় ৭৫ কোটি টাকা আর্থিক তছরুপের সঙ্গে জড়িত রয়েছে।