দুই জায়গার ভোটার তালিকায় সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম
দৈনিক স্টেটসম্যান | ২২ মে ২০২৫
উত্তরবঙ্গ সফরে গিয়ে বুধবারই প্রশাসনিক বৈঠকে ভোটার তালিকায় একজনের নাম একাধিক জায়গায় আছে বলে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভোটার তালিকা বিতর্কে নাম জড়ালো রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। অভিযোগ, সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের নাম দু’টি জায়গার ভোটার তালিকায় রয়েছে ৷ একটি রয়েছে জলপাইগুড়িতে। আর একটি রয়েছে শ্বশুরবাড়ি বালুরঘাটে। বাপের বাড়িতে কোয়েল চৌধুরী নাম থাকলেও, বালুরঘাটে রয়েছে কোয়েল মজুমদার নামে ভোটার কার্ড। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে এ বিষয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠাতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
কমিশন সূত্রে খবর, সুকান্ত মজুমদারের স্ত্রীয়ের নাম দুই জায়গায় থাকলেও দুই এপিক কার্ডের নম্বর ভিন্ন। এক্ষেত্রে দুই কেন্দ্রে পৃথক দিনে ভোট হলে একই ব্যক্তির দু’জায়গাতেই ভোট দেওয়া সম্ভব। সেকারণেই কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। কমিশন জানাচ্ছে, নতুন কার্ড তৈরির সময় নির্বাচনী বিধি মেনে ফর্ম-৮ পূরণ করা হলে সমস্যা হত না। কিন্তু তিনি তা না করে ফর্ম-৬ পূরণ করে বালুরঘাটে নতুন কার্ড করিয়েছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দায় নিতে নারাজ। তিনি উল্টে প্রশাসনকে দুষছেন। সুকান্ত মজুমদার জানান, আমার স্ত্রী এক সময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন। তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছেন। এটা একটা নন ইস্যু। ইস্যু করার চেষ্টা করা হচ্ছে। আমি আগেই বিডিও-কে জানিয়েছি যাতে জলপাইগুড়ির নামটা কাটানো হয়। দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতি হলেও কেন সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম দুই জায়গায় রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক সমালোচকেরা।