পরিবেশ বাঁচাতে নয়া উদ্যোগ, ঘাটালের ৫ পুরসভায় শুরু ‘উইমেন ফর ট্রি’
প্রতিদিন | ২২ মে ২০২৫
শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ‘উইমেন ফর ট্রি’ শুরু হল ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভায়। পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই গাছ লাগাবেন এবং তাঁরাই দু’বছর ধরে গাছগুলির পরিচর্যা করবেন। ব্যয় বহন করবে রাজ্য সরকার। প্রকল্পের নাম দেওয়া হয়েছে অমরুত ২ প্রকল্প। ঘাটাল মহকুমার ঘাটাল, খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোনা ও রামজীবনপুর পুরসভায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২১ থেকে ২৩ মে পর্যন্ত। এই প্রকল্পেই রয়েছে পুরসভার পুকুর সংস্কার ও তার পাড়ে বৃক্ষরোপণ। বুধবার ক্ষীরপাই পুরসভার ১০টি ওয়ার্ডেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বৃক্ষরোপণের স্থান নির্বাচন করে প্রকল্পের সূচনা করেছেন।
সূচনালগ্নে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান দুর্গাশংকর পান, এক্সিকিউটিভ অফিসার সুপ্রিয় বসু, প্রোজেক্ট অফিসার পুলক রাউত ও গোষ্ঠীর মহিলারা। জানা গিয়েছে, ক্ষীরপাই পুরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ১৫টি স্থান নির্বাচন করা হয়েছে। এই প্রকল্পে যুক্ত হয়েছেন ১৬৪ জন মহিলা। সমস্ত গাছই লাগানো হবে খাস জায়গায়। পুরসভার চেয়ারম্যান দুর্গাশংকর পান বলেন, “যে সমস্ত জায়গায় গাছ লাগানো হবে, তার জিও ট্যাগিং করা হবে। দু’বছর ধরে পরিচর্যা করবেন মহিলারাই।
একইভাবে পুরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি ৫০ বিঘা পরিমাণ পুকুর সংস্কার করে তার সৌন্দর্যায়ন করা হবে। তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি আট লক্ষ টাকা।” অন্যদিকে, ঘাটাল পুরসভায়ও শুরু হয়েছে এই প্রকল্প। পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা জানিয়েছেন, “রাজ্য সরকারের অমরুত ২ প্রকল্পে পুরএলাকায় গাছ লাগানো শুরু হয়েছে। ২২ ও ২৩ মে দু’দিন ধরে এই প্রকল্পের কাজ করা হবে। মহিলারাই এই প্রকল্পের মূল চালিকা শক্তি। নাম দেওয়া হয়েছে ‘উইমেন ফর ট্রি’।