কিশোরী মেয়েকে দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগের ছক বানচাল! মুর্শিদাবাদে গ্রেপ্তার মা ও প্রতিবেশী
প্রতিদিন | ২২ মে ২০২৫
কল্যাণ চন্দ, বহরমপুর: কিশোরী মেয়েকে দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগের ছক বানচাল! পুলিশের হাতে গ্রেপ্তার মা এবং এক ব্যক্তি। নেপথ্যে, কিশোরীর স্বীকারোক্তি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গতকাল, বুধবার রাতে হরিহরপাড়ার একটি এলাকার এক কিশোরী মেয়েকে নিয়ে থানায় হাজির হন তার মা গেনুফা বিবি এবং প্রতিবেশী গফ্ফর খান। ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে ডোমকল থানা এলাকার এক যুবককে আটক করে নিয়ে আসে পুলিশ। এরপর ওই কিশোরী এবং ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আসল ঘটনা জানতে পারে পুলিশ।
ওই নাবালিকা পুলিশের কাছে জানায় যে, মা এবং পাড়ার এক ব্যক্তি তাকে মারধর করে। জোর করে তার ‘বিশেষ’ বন্ধুর বিরুদ্ধে থানায় ধর্ষণ ও মারধরের লিখিত অভিযোগ করার জন্য চাপ দেয়। নাবালিকার অভিযোগের ভিত্তিতে তার মা ও প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া পুলিশ।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ওই মহিলা নাবালিকা মেয়ের সঙ্গে ডোমকলের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে তারা বাড়ি ছেড়ে পালিয়ে ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠায় পুলিশ। দিন কয়েক আগে হোম থেকে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। এরপরই ওই কিশোরীকে দিয়ে মিথ্যে অভিযোগ করার জন্য থানায় নিয়ে যায় তার মা এবং পড়শি এক ব্যক্তি। মিথ্যে নালিশ করতে গিয়ে অবশেষে নিজেরাই জড়িয়ে পড়লেন! ওই দুজনকে আজ বহরমপুর আদালতে তোলা হচ্ছে।