কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে দিঘা যাওয়ার ছয়টি বাস চালু হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাসটি ২৮ মে থেকেই চালু হবে। শিলিগুড়ি থেকে বাসটি চালু হবে ২৯ মে। কোচবিহার ও রায়গঞ্জ থেকে দিঘাগামী বাস পরিষেবা চালু হচ্ছে ৩০ মে থেকে। আলিপুরদুয়ার ও মালদা থেকে চালু হবে আগামী ৩১ মে।
সপ্তাহে দু’দিন করে বাস চালানো হবে জেলা সদর বাস টার্মিনাস থেকে। কোচবিহার থেকে বাসটি চলবে সোমবার ও শুক্রবার (বেলা ২টো থেকে)। আলিপুরদুয়ার থেকে বাসটি চলবে মঙ্গলবার ও শনিবার (বেলা ২টো থেকে)। জলপাইগুড়ি থেকে বুধবার ও শনিবার বিকেল চারটে নাগাদ ছাড়বে। শিলিগুড়ি থেকে বৃহস্পতিবার ও রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ছাড়বে। রায়গঞ্জ থেকে সোমবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ, মালদা থেকে মঙ্গলবার ও শনিবার রাত ৯টা নাগাদ ছাড়বে।
কোচবিহার থেকে দিঘা বাস ভাড়া ২১৬০ টাকা। আলিপুরদুয়ার থেকে বাস ভাড়া ২১৫০ টাকা। জলপাইগুড়ি থেকে ভাড়া ১৯২০ টাকা। শিলিগুড়ি থেকে ভাড়া ১৮০০ টাকা। রায়গঞ্জ থেকে ১৩৮০ টাকা এবং মালদা থেকে দিঘাগামী বাসের ভাড়া ১২২০ টাকা।
অত্যাধুনিকমানের বাসগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা থাকছে। প্রতিটি বাসে ৪৫টি আসন থাকবে। বাতানুকূল কোচে থাকছে পুশ ব্যাক সিট, বেলুন সাস্পেনশন, জিপিএস সিস্টেম, প্যানিক বটন, মোবাইল চার্জিং-এর ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা।
তবে এই বাসগুলির জন্য পরিষেবা চালু হওয়ার দিন থেকে আগামী ১৫ জুন পর্যন্ত ভাড়ায় ছাড় থাকছে। কোচবিহার থেকে দিঘাগামী বাস ভাড়া দিতে হবে ১৬২০ টাকা, আলিপুরদুয়ার থেকে ১৬১০ টাকা, জলপাইগুড়ি থেকে দিঘার বাস ভাড়া হবে ১৪৫০ টাকা, শিলিগুড়ি থেকে ১৩৬০ টাকা, রায়গঞ্জ থেকে ভাড়া ১০৭০ টাকা এবং মালদা থেকে ভাড়া হবে ৯৪০ টাকা।
NBSTC এবং SBSTC-র টিকিট কাউন্টারগুলি থেকে টিকিট কাটতে পারবেন। এছাড়া অনলাইনেও redbus.in ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে।
NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘ছয়টি বাসই চালু করে দেওয়া হচ্ছে আগামী সপ্তাহ থেকে। একই সঙ্গে দিঘাতে পর্যটক এবং তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করে দেওয়া যায় কি না সেটাও দেখা হচ্ছে।’