বুধবার আচমকা কালবৈশাখীতে রীতিমতো লন্ডভন্ড হয়ে যায় নদিয়া জেলার রানাঘাটের একাধিক অংশ। বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। বিদ্যুতের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত (হাই-টেনসন, লো-টেনসন) হয়। আর এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নদিয়ার একাধিক অংশে। এই পরিস্থিতিতে ওই এলাকার সাধারণ মানুষের মনে প্রশ্ন, কখন ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে? এ বার এই নিয়ে উল্লেখযোগ্য আপডেট দিল বিদ্যুৎ দপ্তর। আজ রাত (বৃহস্পতিবার) ৮টার মধ্য়ে এই সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে।
বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছিল। আর সেই সময়ে নদিয়ার বিভিন্ন এলাকায় গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এর ফলে রানাঘাটের আড়ংঘাটা, বীরনগর, গাংনাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। দীর্ঘ সময় পরেও কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ ফেরেনি।
পরিস্থিতি মোকাবিলায় তৎক্ষনাৎ পদক্ষেপ করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নোয়াপাড়া, ধানতলা এবং বাহিরগাছির কিছু অংশে এখনও বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত। স্বাভাবিক ভাবেই গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় এই এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কাজ সম্পন্ন হতে পারে বলে জানা যাচ্ছে।