এ বার থেকে বক্রেশ্বর যাওয়া হবে আরও সহজ। শুধু তাই নয়, দিঘাতে যাতায়াতের ক্ষেত্রেও হবে বিরাট সুবিধা। কারণ এখন থেকে যাত্রীরা পেতে চলেছে চারটি নতুন সরকারি বাস। সিউড়ি থেকে দিঘা ও রাজনগর থেকে কলকাতা এই দুটি রুটে বাস পরিষেবা চালু হচ্ছে। দুটি রুটে পরিষেবা চালু হলে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বরর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে মনে করছে প্রশাসন।
সিউড়ি থেকে পাথরচাপরির মাজার, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে দু'টো বাস পৌঁছবে দিঘায়। অন্যদিকে, রাজনগর থেকে চন্দ্রপুর, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, ইলামবাজার, পানাগর ও বর্ধমান হয়ে কলকাতায় পৌঁছবে দু'টি বাস। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এই দুটি সরকারি বাসের উদ্বোধন হবে। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরীর শুক্রবার এই বাস পরিষেবার উদ্বোধন করবেন।
এ বিষয়ে বিকাশ রায় চৌধুরী বলেন, ‘আমি বিধানসভায় প্রস্তাব রেখেছিলাম। অবশেষে তা সফল হতে চলেছে। আগামীকালই চারটি বাসের উদ্বোধন হবে। এতে যেমন জেলার মানুষের দিঘার জগন্নাথ ধামে যেতে সুবিধা হবে। তেমনই পর্যটকদেরও অন্যতম সতীপীঠ ও উষ্ণপ্রস্রবণ বক্রেশ্বর আসতেও সুবিধা হবে। এ বার এই দু'টি বাস চালু হলে আরও ফুলে ফেঁপে উঠবে বক্রেশ্বরের পর্যটন শিল্প। সিউড়ি দিঘা বাসের মাধ্যমে পাথরচাপরির মাজারেও আসতে পারবেন পর্যটকরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে সময়সূচি এখনও কিছু দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে।’
এই বাস পরিষেবা চালু হলে বীরভূমের বাসিন্দাদের দিঘা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এর পাশাপাশি বক্রেশ্বরেও পর্যটকদের আসা সহজ হয়ে যাবে।