মেয়েকে দিয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের, গ্রেপ্তার মা ও তাঁর 'বিশেষ বন্ধু'
আজকাল | ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা মেয়েকে দিয়ে তার প্রেমিকের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানোর জন্য পুলিশ দু'জনকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সম্পর্কে ওই নাবালিকার মা এবং অপর ব্যক্তি ওই কিশোরীর পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই প্রতিবেশীর সঙ্গে কিশোরীর মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার অন্তর্গত শাহজাদপুর গ্রামের বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে ডোমকলের বকশিপুর গ্রামের বাসিন্দা এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাস কয়েক আগে ওই কিশোরী তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর হরিহরপাড়া থানা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর থেকে ওই কিশোরী বেশ কিছুদিন জেলার একটি সরকারি হোমে ছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি ওই কিশোরী হোম থেকে বাড়িতে ফিরে আসে। এরপরই তার মা এবং এক প্রতিবেশী ওই কিশোরীকে তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে বলে। সূত্রের খবর ওই কিশোরী নিজের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশী কয়েক দিন ধরে তাকে বাড়িতে আটকে রেখে প্রচণ্ড মারধর করছিল। এরপর বাড়ির লোকের 'চাপে' বাধ্য হয়ে বুধবার ওই কিশোরী হরিহরপাড়া থানায় ধর্ষণের এটি লিখিত অভিযোগ দায়ের করে।
কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে এরপর পুলিশ বকশিপুর থেকে তার পূর্ব পরিচিত ওই বন্ধুকে থানায় তুলে নিয়ে আসে। এরপরই আলাদা আলাদা করে ওই কিশোরী এবং তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
হরিহরপাড়া থানার এক আধিকারিক বলেন, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে ওই কিশোরী পুলিশের কাছে আসল তথ্য বলে দেয়। ওই কিশোরী জানায় তার পূর্ব পরিচিত ডোমকলের ওই যুবক তাকে ধর্ষণ করেনি। মা এবং এক প্রতিবেশীর চাপে সে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে। এরপরই হরিহরপাড়া থানার পুলিশ ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশীকে থানায় ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।