আজকাল ওয়েবডেস্ক: বুধবার গভীর রাতে এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পাহারা দিয়ে এই দুষ্কর্মে সহযোগিতা করে আরেক যুবক। ওই গৃহবধূ রাতে একাই বাড়িতে থাকতেন এবং তাঁর স্বামী কর্মসূত্রে রাতে বাড়িতে থাকেন না। দরজা ভেঙে রাত্রি দুটো নাগাদ ঘরে ঢোকে তারা।
অভিযোগ, এক যুবক বাইরে পাহারায় ছিল এবং আরেকজন ঘরে ঢুকে গৃহবধূকে মারধর করার পর তাকে ধর্ষণ করে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারী। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত এক যুবক বাবুসোনা মিরকে এলাকার বাসিন্দারা ধরে বৃহস্পতিবার সকালে পুলিশের হাতে তুলে দেন। ধর্ষিতার অভিযোগ, রবিউল বৈদ্য নামে বাবুসোনার বন্ধু তাকে ধর্ষণ করে।
ঘটনার পর থেকে পলাতক রবিউল। স্থানীয় সূত্রে জানা যায় ধর্ষণকারী এলাকার মাছের ভেড়িতে কাজ করে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।