• জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একই পরিবারে তিনজনের মৃত্যু, মেডিক্যাল কলেজে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড
    আজকাল | ২৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিনহাটায় সিতাই ব্লকে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য বিভাগ। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড৷ বৃহস্পতিবার আইসোলেশন ওয়ার্ডের পরিকাঠামো দেখতে যান রাজ্য স্বাস্থ্য দপ্তরের তিন সদস্য৷ 

    এবিষয়ে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল জানান, 'সিতাই-এর মৃত্যুর  ঘটনায় মৃতদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে৷ মেডিক্যাল কলেজে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড৷'

    জানা গিয়েছে, সিতাই ব্রহ্মত্তর চাত্রায় এক বাড়িতেই পরপর তিন সদস্যের মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। গত ২২ এপ্রিল থেকে ১৪মে'র মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। মাত্র ২২দিনের ব্যবধানে একজন পুরুষ ও দুই মহিলার এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। আক্রান্তদের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদলের সদস্যরা। কোনও সংক্রমণের জন্য এই মৃত্যু কিনা তা জানতে স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল মৃতদের বাড়ি লাগোয়া এলাকায় পরিদর্শন করেছেন। এই মৃত্যু ঘিরে  ইতিমধ্যেই চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (আজকাল)