• জওয়ানের বাড়িতে ঢুকে রডের বাড়ি, ছাড় পেল না স্ত্রী-সন্তানও, মুর্শিদাবাদের ঘটনা দেখলে রাগে কেঁপে উঠবেন
    আজকাল | ২৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জমি বিবাদকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীতে নায়েক পদে কর্মরত এক  জওয়ানের স্ত্রী এবং দুই সন্তানকে মারধর করার অভিযোগ মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে কান্দি থানার খোশবাসপুর-তেঁতুলতলা এলাকায়। দুষ্কৃতীদের হামলায় আহত ওই জওয়ানের স্ত্রী রুকসানা করিম বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  জওয়ানের পুত্র এবং কন্যাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীতে নায়েক পদে কর্মরত মহম্মদ শামীম করিম নামে ওই জওয়ানের স্ত্রী এবং সন্তানরা  খোশবাসপুর-তেঁতুলতলা এলাকায় দীর্ঘদিন ধরে থাকেন। ওই জওয়ানের পরিবারের সঙ্গে একটি জমির মালিকানাকে কেন্দ্র করে তাঁরই প্রতিবেশী রবিন শেখ, শফিক শেখ, রাজু শেখ, রিঙ্কু শেখ সহ আরও  কয়েকজনের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। 

    অভিযোগ, বুধবার ওই চার ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রুকসানা করিমের বাড়িতে ঢুকে তাঁকে লোহার রড এবং ধারাল অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে। মাকে মার খেতে দেখে ছেলেমেয়েরা  বাঁচাতে এলে দুষ্কৃতীরা ওই দু'জনকেও  মারধর করে বলে অভিযোগ উঠেছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,দুষ্কৃতীদের হামলায় গুরুতর অসুস্থ হয়ে রুকসানা দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কেউ তাঁকে হাসপাতালে নিয়ে যেতে আসেনি। পরে এলাকার কয়েকজন সাহস করে ওই মহিলাকে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করে দেন।  রুকসানা অভিযোগ করেন, 'দুষ্কৃতীরা আমাকে এবং আমার সন্তানদের মারধর করে। অথচ আমার স্বামী দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন।'

    কান্দি থানার এক আধিকারিক জানান,  মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)