রক্ষাকালী পুজো শেষ হয়েছে সবে, ডানকুনিতে চোখের সামনে যা ঘটল বিশ্বাস হচ্ছে না কারওর
আজকাল | ২৩ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: উৎসবের উদযাপন একপ্রকার অতিষ্ট করে তুলেছিল। পুলিশের নিষেধাজ্ঞার পরেও একই ঘটনার পুনরাবৃত্তি। আপত্তি করায়, আক্রান্ত পুলিশই।
ঘটনাটি ঘটেছে রক্ষা কালী পুজোকে কেন্দ্র করে ডানকুনি থানার মনবেড় এলাকায়। প্রতি বছরই এই সময়ে একাধিক রক্ষাকালী পুজো হয়ে থাকে ডানকুনির মনবেড় এবং রামকৃষ্ণ পল্লী এলাকায়। চলতি বছরে আগেই পুলিশ প্রশাসনের তরফে পুজো কমিটিকে নিরঞ্জন শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয়েছিল কোনও ভাবেই যাতে ডিজে বাজানো না হয়।
এই বিষয় নিয়ে একাধিকবার বৈঠক হয়েছিল পুলিশ এবং পুজো কমিটির মধ্যে। অভিযোগ, তবুও বুধবার নিরঞ্জন শোভাযাত্রায় ডিজে বাজানো হয়। তারস্বরে বাজছিল ডিজে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ডিজে বন্ধ করে।
সেখানেই বিপত্তি। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। তার পরই ধাক্কাধাক্কি। পথ অবরোধ শুরু করে পুজো কমিটির সদস্যরা। অবরোধকারীদের হটিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট পাটকেল ছোড়া। ইটের আঘাতে আহত হয় পাঁচজন পুলিশকর্মী।
ইটের আঘাতে আহত হয়েছেন একজন মহিলা কনস্টেবল। তাঁকে চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।