• ময়ূর সংরক্ষণে বিশেষ পাঠ, হুগলির পোলবায় অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির...
    আজকাল | ২৩ মে ২০২৫
  • মিল্টন সেন: হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের গান্ধীগ্রামে অনুষ্ঠিত হল জাতীয় পাখি ময়ূরের সংরক্ষণে সচেতনতা শিবির। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। পরিসংখ্যান বলছে, একসময় ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ানো ময়ূরের সংখ্যা বর্তমানে আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

    খাদ্য সঙ্কট, গাছ কাটা ও বাসস্থান সঙ্কটের কারণে ময়ূর প্রায় বিলুপ্তির মুখে। স্থানীয় বাসিন্দারা এক সময় কুন্তি নদী সংলগ্ন চাষের জমি, আমবাগান ও বাঁশবাগান ছিল ময়ূরের বিচরণভূমি। কিন্তু বর্তমানে তাদের দেখা যায় না বললেই চলে। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে রাজহাটের কল্যা পরিবার এগিয়ে এসে ব্যক্তিগত উদ্যোগে ময়ূর রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁরা বাড়ির ছাদে খাবার ও জল সরবরাহ করছেন এবং আহত ময়ূরের চিকিৎসাও করছেন।

    এই প্রচেষ্টাকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীদের অনেকেই। এদিন সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীরা গ্রামে ঘুরে ঘুরে ময়ূরের উপস্থিতি, খাদ্য, বাসস্থান ও অন্যান্য সমস্যার উপর সমীক্ষা চালায়। এমনকি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ময়ূর সংরক্ষণের উপায় নিয়ে আলোচনা করে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ডঃ শুভদীপ অধিকারী জানান, ‘রাজহাটের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন ধরে ময়ূরের আবাসস্থল হিসেবে পরিচিত, কিন্তু এটি বনভূমি নয় বলে বনদপ্তরের তেমন হস্তক্ষেপ নেই। ময়ূর সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে রক্ষা পায়। তাই মানুষকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’। 

    কলেজ পড়ুয়া অঙ্কিতা ঘোষ বলেন, ‘আগে ময়ূরের সংখ্যা অনেক বেশি ছিল। এখন দিন দিন কমছে। আমরা মানুষের সঙ্গে কথা বলে সেই কারণগুলো বোঝার চেষ্টা করছি’। স্থানীয় বাসিন্দা উপেন্দ্রনাথ কল্যার বক্তব্য, ‘এটা একপ্রকার জীব বৈচিত্র্য রক্ষাকারীদের রক্ষার লড়াই। গাছপালা কমে যাওয়া ও খাদ্য সঙ্কটই প্রধান সমস্যা। ময়ূরের জন্য নির্দিষ্ট বিচরণভূমি তৈরির প্রয়োজন’। রাজহাটের মতো এলাকায় জাতীয় পাখি সংরক্ষণের এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে ভবিষ্যতে এর জন্য সরকারি সহায়তা ও বৃহৎ পরিসরে পরিকল্পনা অপরিহার্য এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)