বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
আজকাল | ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান শহরের বড়বাজার এলাকায় মহিলা কলেজের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, কলেজের সামনে একটি সাইকেলের দোকানে রাখা তরল দাহ্য পদার্থ থেকে প্রথম আগুন লাগে। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। পাশেই ছিল বিদ্যুতের একটি ট্রান্সফরমার।
সেখানেও ছড়িয়ে পড়ে আগুন। আর এরপরই একই সারিতে থাকা বেশ কয়েকটি ফাস্ট ফুডের দোকান সহ অন্যান্য দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন দোকানি সহ সাধারণ মানুষ। জানা গিয়েছে, ওই অঞ্চলের প্রায় চারটি দোকান আগুনে পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগুনের জেরে এলাকার একটি বড় গাছও পুরো ঝলসে গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
পাশাপাশি বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও ভিড় সামাল দিতে শুরু করেছে। আগুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘিঋ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে খবর দমকল সূত্রে। অগ্নিকাণ্ডের জেরে বড়বাজার এলাকায় ব্যাহত হয়ে পড়ে যান চলাচলও। পুলিশ সূত্রে খবর, উত্তর ফটকের দিক থেকে রানীগঞ্জ বাজার আসার বি সি রোডে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।