পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি...
আজকাল | ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পোশাক আর দাড়ি দেখেই বিচার। ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিয়েছেন কলেজের অধ্যাপক!তাঁর অসংবেদনশীল মন্তব্যে ক্ষোভ কলকাতা মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্তে হাসপাতালের সুপারের নেতৃত্বে তৈরি হয়েছে অনুসন্ধান কমিটিও। তবে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, নিজের 'বিতর্কিত' মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ওই অধ্যাপক।
ঘটনার সূত্রপাত দিনকয়েক আগেই। অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে এক ইন্টার্নকে তাঁর পোশাক এবং দাড়ির ভিত্তিতে বিচার করে নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ‘জঙ্গি’ বলে মন্তব্য করেন। মর্মাহত ওই ইন্টার্ন অন্যান্যদের একথা জানানোর পরেই, ছাত্রদের পক্ষ থেকে ওই অধ্যাপকের বিরুদ্ধে হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে জমা পড়ে লিখিত অভিযোগ। বুধবার পড়ুয়ারা অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভও দেখান।
লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনায় হস্তক্ষেপ করতে বাধ্য হয় হাসপাতাল প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের পড়ুয়া সৌম্যদীপ দে ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'কলেজের অধ্যক্ষের নির্দেশে এমএসভিপি ডাঃ অঞ্জন অধিকারীর নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ডেকে পাঠানো হয় অধ্যাপককে। এদিন অধ্যাপক নিজের মন্তব্যের জন্য পড়ুয়াদের সামনেই ক্ষমা চেয়েছেন।' অভিযুক্ত ইএনটি অধ্যাপকের দাবি, জাতিগত বিদ্বেষের কারণে নয়, ‘জঙ্গি’ শব্দটি বলে ফেলেছিলেন নিছক মজা করেই। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করবেন না বলেও জানান তিনি।