তৃণমূলের ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার কাউন্সিলরের দেহ, চাঞ্চল্য নদিয়ার হরিণঘাটায়
প্রতিদিন | ২৩ মে ২০২৫
সুবীর দাস, কল্যাণী: কল্যাণীর হরিণঘাটায় ‘আত্মঘাতী’ তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত্যুতে হতবাক সকলে। আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে মুখে কুলুপ এটেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
আত্মঘাতী তৃণমূল নেতার নাম রাকেশ পাড়ুই। তিনি হরিণঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাকেশের। তাঁর সহকর্মীরাই প্রথমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত বলে ঘোষণা করে। খবর পাওয়ার পর একে একে হাসপাতালে ভিড় জমাতে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্ব কর্মীরা। সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলার তৃণমূল নেতৃত্ব।
মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। কী কারণে তিনি আত্মহত্যা করলেন? পারিবারিক ঝামেলা না কি অন্য কোনও কারণ। আত্মঘাতী হয়েছেন না কি অন্য কিছু রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।