সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যুর ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের। বন আইন মেনে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। ছ’মাসের মধ্যে পরিবারের একজনকে দেওয়া হবে চাকরি।
গত কয়েকদিন ধরেই হাতির ভয়ে তটস্থ তিস্তা পাড়। একশোটির বেশি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে হানা দিচ্ছে এলাকায়। বুধবার রাতেও হাতির দল হানা দেয় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর, টাকিমারি ও সংলগ্ন এলাকায়। বনদপ্তরের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিল এলাকার যুবকরাও। হাতি তাড়িয়ে বৃহস্পতিবার ভোররাতে ফেরার পথে দাঁতালের হামলায় মৃত্যু হয় তুষার দাস ও নারায়ণ দাস নামে ২ যুবকের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। তাঁদের দাবি, গত কয়েক দিন ধরেই হাতির দল হানা দিচ্ছে। ১৪ মে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল কেরল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের। তারপর থেকেই বনদপ্তরের কাছে তাঁরা আবেদন করেছিলেন, কড়া নজরদারি চালানোর যাতে জনবসতি এলাকায় হাতি না ঢুকতে পারে। তারপরও বৃহস্পতিবার ভোররাতে অঘটন ঘটে গেল। তার কয়েকঘণ্টার মধ্যেই নিয়ম মেনে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস রাজ্যের।